BREAKING: হিন্দু কুশে এবার ভূমিকম্প!

কখন হল কম্পন?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: ৫.৬ মাত্রার ভূমিকম্প বুধবার আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) দিয়েছে এই তথ্য। ভূমি বিপ্লব ১২৫ কিমি গভীরতায় রেকর্ড করা হয়েছে, ইএমএসসি বলেছে। কেউ আহত হওয়ার বা কারুর ক্ষতির খবর পাওয়া যায়নি।

earthquake-165333220-16x9_0