আজও কি পাপ কন্যা সন্তান জন্মানো? কাঁসাই নদীতে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডেবরায়

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কাঁসাই নদী থেকে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার। কন্যা সন্তান হওয়ার কারণে নদীতে ফেলে দেওয়া হয়েছিল কিনা, তা ঘিরে প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্তে নেমেছে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : কন্যা সন্তান হয়ে জন্ম নেওয়াটাই কি আজও অপরাধ? সমাজ কি এখনও পুরোপুরি সচেতন হয়নি?ডেবরার কাঁসাই নদীতে সদ্যজাত এক কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার ঘিরে ফের উঠছে এই কঠিন প্রশ্ন।

publive-image

আজ দুপুর দুটো নাগাদ পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ৩ নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের ডিঁয়াপুর এলাকায় কাঁসাই নদীর জলে একটি সদ্যোজাত শিশুর দেহ ভাসতে দেখা যায়। প্রথমে কয়েকজন স্থানীয় বাসিন্দা বিষয়টি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ডেবরা থানায়। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, কন্যা সন্তান হওয়ার কারণেই কেউ হয়তো সদ্যোজাত শিশুটিকে নদীতে ফেলে দিয়েছে।

publive-image

ঘটনাটি ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই নির্মম কাজ করল, তা জানার চেষ্টা চলছে।