উপত্যকায় সেনা অভিযান— ৩ দিনে ধুলিস্যাৎ ৯ জঙ্গির বাড়ি

কাশ্মীরে চলমান সেনা অভিযানে ৩ দিনে ধ্বংস করা হয়েছে ৯টি জঙ্গির বাড়ি। দক্ষিণ কাশ্মীরে টহল ও নাকা চেকিং জোরদার করেছে নিরাপত্তা বাহিনী।

author-image
Debapriya Sarkar
New Update
Kashmir

নিজস্ব সংবাদদাতা : কাশ্মীর উপত্যকায় চলতি তিন দিনে একে একে ধুলিস্যাৎ করা হয়েছে ৯টি জঙ্গির বাড়ি। দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের বাড়ি ধ্বংস করে দিয়েছে। এই অভিযানের পর সেনা বাহিনী উপত্যকার বিভিন্ন জায়গায় টহল ও নাকা চেকিং কার্যক্রম জোরদার করেছে।

Pahalgam

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানগুলি চলাকালীন সময়ে তারা স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, সন্ত্রাসবাদী কার্যকলাপ রোধ করার জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে। সেনা সূত্রে আরও জানা যায়, এসব বাড়ি ধ্বংস করা হয়েছে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের অভিযোগে এবং সন্ত্রাসবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে। দক্ষিণ কাশ্মীরে সেনা বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও কার্যক্রম জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই অভিযানকে আরও কিছুদিন চালানোর পরিকল্পনা করছে।