"হয় আমাদের জল বইবে, নয়তো ওদের রক্ত", ভারতকে হুমকি দেওয়ার পর ভারত শক্তি প্রদর্শন করতেই দেশ ছাড়লেন পাকিস্তানি রাজনীতিবিদ

পাকিস্তানের নেতা বিলাওয়াল ভুট্টো জ়ারদারি ভারতের বিরুদ্ধে হুমকি দেন সিন্ধু নদী ইস্যুতে। ভারতের শক্তি প্রদর্শনের পরে তাঁর পরিবার কানাডায় পালিয়ে গেল। বিস্তারিত পড়ুন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : প্রথমে ভারতকে হুমকি, তারপর ভারত শক্তি প্রদর্শন করতেই পরিবার সমেত দেশ ছেড়ে কানাডায় পালিয়ে গেলেন পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো। 

publive-image

উল্লেখ্য, গতকাল সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন পাকিস্তানের নেতা বিলাওয়াল ভুট্টো জ়ারদারি। পাকিস্তানের এক জনসভায় দাঁড়িয়ে তিনি একপ্রকার হুমকির সুরে বলেন, "সিন্ধু থেকে হয় আমাদের জল বইবে, নয়তো ওদের রক্ত।" এরপর তিনি ভারতের উদ্দেশ্যে আরও বলেন, "ভারতকে বলতে চাই সিন্ধু আমাদেরই ছিল আর আমাদেরই থাকবে।"

Kashmir

এই চরম হুমকির পরে ভারতের তরফে শক্তি প্রদর্শন করা হয়। কাশ্মীরে একের পর এক পাকিস্তানি জঙ্গির ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হতেই শোনা যায় বিলাওয়াল ভুট্টো জ়ারদারির পরিবার নিরাপত্তার ভয়ে কানাডায় পালিয়ে গিয়েছে।