New Update
/anm-bengali/media/media_files/IEi4LMS8m5AiDagT6Hz6.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: হিন্দি স্কলারশিপ প্রকল্পের অধীনে এইচএস, ইউজি, পিজি এবং এম.ফিল, পিএইচডি ছাত্র-ছাত্রীরা পূর্ণ সময়ের কোর্স করলে প্রতিমাসে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। মাধ্যমিক পাশের পর প্রতি মাসে ৩০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে প্রতি মাসে ৫০০ টাকা পেতে পারেন। এছাড়াও স্নাতক স্তর পাশ করলে বিশ্ববিদ্যালয় স্তরে ১০০০ টাকা প্রতি মাসে দেবে সরকার। প্রত্যেক ক্ষেত্রে থাকতে হবে হিন্দি এবং ৬০% নম্বর পেতে হবে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us