BREAKING : মানুষ দরিদ্র আর অশিক্ষিত হয়ে থাকলেই ক্ষমতায় থাকবে কংগ্রেস ! বড় মন্তব্য করলেন নিত্যানন্দ রাই

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই ?

author-image
Debjit Biswas
New Update
union minister nityananda.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার জাতিগত জনগণনা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন,''জাতিগত জনগণনা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত ঐতিহাসিক। এই সিদ্ধান্ত সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ভিত্তি হয়ে উঠবে।''

RAHUL GANDHI

এরপর কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন,''এতদিন কংগ্রেস ও আরজেডি শুধু এই ইস্যুতে রাজনীতি করেছে। তারা যখন ক্ষমতায় ছিল, তখন জাতিগত জনগণনা কেন করেনি ? আসলে কংগ্রেস চেয়েছিল দেশের মানুষ দরিদ্র আর অশিক্ষিত হয়েই থাকুক, যাতে তারা ক্ষমতায় থাকতে পারে।''