BREAKING : মানুষের মনে আঘাত দিয়েছেন দিলীপ ! গর্জে উঠলেন জগন্নাথ সরকার

কি বললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ?

author-image
Debjit Biswas
New Update
Dilip Ghosh

নিজস্ব সংবাদদাতা : এবার দিলীপ ঘোষের সাম্প্রতিক কর্মকান্ড নিয়ে গর্জে উঠলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন,''দিলীপ ঘোষ আমাদের দলের একজন বড় নেতা। কিন্তু তার বর্তমান কিছু কর্মকান্ড আমাদের দলের সমর্থকদের মনে আঘাত হেনেছে। মমতা ব্যানার্জির শাসনে পুলিশ নির্লজ্জভাবে আমাদের কর্মী ও সমর্থকদের হেনস্থা করেছে। এই অবস্থায় ওনার মমতা ব্যানার্জির সাথে বৈঠক করা উচিৎ হয়নি। উনি সাধারণ মানুষের মনেও আঘাত করেছেন।''

1646330378_jagannath.jpg