কীভাবে প্রতিশোধ নেওয়া হবে পাকিস্তানের ওপর! দিলীপ ঘোষের মন্তব্যে ফাঁস হয়ে গেল সব কিছু

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ভারতে সন্ত্রাসবাদ নির্মূল করতে মোদী সরকার সব রকমভাবে চেষ্টা করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
dilip ghosh


নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে।  এই হামলার নেপথ্যে লস্কর-ই-তইবার হাত রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "আমাদের প্রধানমন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কেবল কথা বলেন না।  কাজে করে দেখান। সর্দার বল্লভভাই প্যাটেলের পর মানুষ ভুলে গিয়েছিল যে  দেশে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর, মানুষ বুঝতে পেরেছিল যে দেশে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। ৭৫ বছরে, কে (পাকিস্তানকে) উপযুক্ত জবাব দিয়েছেন? ভারতে সন্ত্রাসবাদ নির্মূল করতে মোদী সরকার সব রকমভাবে চেষ্টা করেছেন।"

Indian Army