BREAKING : পুরুষ আত্মীয় ছাড়াই হজে যাচ্ছেন ৫১ জন মহিলা ! বড় আপডেট দিলেন কৌশর জাহান

কি আপডেট দিলেন দিল্লি হজ কমিটির সদস্য কৌশর জাহান ?

author-image
Debjit Biswas
New Update
KAUSHAR JAHAN

নিজস্ব সংবাদদাতা : এবার হজযাত্রা প্রসঙ্গে একটি বড় আপডেট দিলেন দিল্লি হজ কমিটির সদস্য কৌশর জাহান। তিনি বলেন,''এই বছর দিল্লি থেকে ৫১ জন মহিলা, মাহরাম (অর্থাৎপুরুষ আত্মীয়) ছাড়াই হজে যাচ্ছেন। এটি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত। দিল্লি সরকার থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আমরা এই সকল মহিলাদের পূর্ণ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করি।”

KAUSHAR JAHAN

এরসাথেই তিনি বলেন,''প্রতি বছর এই সংখ্যা ক্রমেই বাড়ছে। যা অবশ্যই একটি প্রশংসনীয় দিক।''