New Update
/anm-bengali/media/media_files/2025/05/02/KMNGs9sgLF3QeJnSGK1u.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বড়বাজারের মেছুয়া বাজারের অগ্নিকাণ্ড। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৪ জন। আর সেই ঘটনা থেকে এবার পুরসভার কঠোর পদক্ষেপ। কলকাতার বুকে আর থাকবে না রুফটপ রেস্তোঁরা। কলকাতা পুরসভা নিয়ে নিল এমনই চরম সিদ্ধান্ত। এখনও পর্যন্ত খুব সুন্দর সুন্দর রুফটপ রেস্তোঁরা রয়েছে তিলোত্তমার বুকে। কিন্তু সেই সব এবার অতীত হতে চলেছে।
/anm-bengali/media/media_files/2025/05/02/XPqSj9aSRKtDuLVrQNR8.webp)
কেননা, পুরসভা আজ সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের রেস্তোঁরায় গোটা বিল্ডিং-এর ঝুঁকি বেশি থাকে। তাছাড়া ঘোরানো সিঁড়ি কারোর একার সম্পত্তি নয়। সেই জন্য এই ধরনের সমস্যা দূর করতেই এই সিদ্ধান্ত। খুব তাড়াতাড়িই এই সংক্রান্ত নোটিশ জারি করবে কলকাতা পুরসভা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us