New Update
/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মেছুয়া বাজারের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও পুরনো হয়নি। আর তারই মধ্যে ফের তিলোত্তমায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। সেক্টর ফাইভের রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ফিলিপসের কারখানায় আগুন লেগেছে বলেই জানা যাচ্ছে।
আগুনের তীব্রতা এতোটাই বেশি যে ক্রমাগত আগুনের ফুলকি বেড়চ্ছে সেখান থেকে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে বিস্ফোরণ। আগুনের তীব্রতা এতোটাই বেশি যে পাশের দেওয়ালেও তা জোরালো আকারে আঘাত হানছে। দমকলের ৫টি ইঞ্জিন ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে হাজির হয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
![]()
এদিকে কারখানার কর্মীরা একে একে দাহ্য পদার্থ কারখানার থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। যাতে আগুনের লেলিহান শিখা তা স্পর্শ না করে নেয়, সে দিকটাই ভাবাচ্ছে কারখানার কর্মীদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us