BREAKING: রাম মন্দিরের প্রতিরূপ ও সরযূ নদীর জল নিয়ে ত্রিনিদাদে পৌঁছালেন মোদি !

কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ?

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতের তরফ থেকে একটি ছোট উপহার হিসেবে রাম মন্দিরের প্রতিরূপ ও সরযূ নদীর জল নিয়ে ত্রিনিদাদ এবং টোবাগো-য় পৌঁছালেন পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সেখানে উপস্থিত ভারতীয়দের উদ্দেশ্যে বেশকিছু বড় মন্তব্য করেন তিনি। তিনি বলেন,''আমি জানি যে, প্রভু শ্রী রামের প্রতি আপনাদের গভীর আস্থা রয়েছে। এখানকার রামলীলা সত্যিই অনন্য। রামচরিতমানসে বলা হয়েছে যে, প্রভু শ্রী রামের পবিত্র নগরী এতটাই সুন্দর যে সারা বিশ্বেই তার গুনগান করা হয়। তাই আমি নিশ্চিত, ৫০০ বছর পর অযোধ্যায় রামলালার প্রত্যাবর্তনকে আপনারাও আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছেন।"

PM Narendra Modiw1.jpg

এরপর তিনি বলেন,''রাম মন্দির নির্মাণের সময় আপনারা এখানকার পবিত্র জল ও ‘শিলা’ পাঠিয়েছিলেন। সেই একই ভক্তির অনুভূতি নিয়ে আমি এখানেও কিছু এনেছি। আমার জন্য এটি একটি গৌরবের বিষয় যে আমি অযোধ্যার রাম মন্দিরের একটি প্রতিরূপ এবং পবিত্র সরযূ নদীর কিছু জল এখানে নিয়ে এসেছি।"