/anm-bengali/media/media_files/2025/11/03/screenshot-2025-11-031-am-2025-11-03-11-44-51.png)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে সাম্প্রতিক এক কিশোরী নির্যাতনের ঘটনায় এবার সরাসরি আক্রমণে নামলেন বিজেপির জাতীয় মুখপাত্র শহজাদ পুনাওয়ালা। সোমবার সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “একদিকে সারা দেশ নারী শক্তির জয় উদযাপন করছে—আমাদের ‘উইমেন ইন ব্লু’ বিশ্বকাপ জিতে যেভাবে সমস্ত সামাজিক বাঁধন ভেঙে দিয়েছে, সেটি নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পশ্চিমবঙ্গে ১৪ বছরের এক মেয়েকে গণধর্ষণের মতো ভয়াবহ ঘটনার শিকার হতে হচ্ছে।”
/anm-bengali/media/post_attachments/36ebb88a-2f0.png)
তিনি আরও অভিযোগ করেন, “তৃণমূল কংগ্রেস সরকার বারবার ভুক্তভোগীকেই দোষারোপ করে, মেয়েদেরই লজ্জিত করে এবং অপরাধীদের রক্ষা করে। প্রতিটি ঘটনায় তাদের নীতি এক—ভুক্তভোগীর বদলে অপরাধীকে আড়াল করা। ফলে রাজ্যে নারী সুরক্ষা ও ক্ষমতায়নের চিত্র ভয়াবহভাবে নষ্ট হয়েছে।”
#WATCH | Delhi: BJP National Spokesperson Shehzad Poonawala says, "...The entire country is celebrating, on one hand, the stupendous victory of our women in blue who have broken many stereotypes and barriers by lifting the World Cup. But on the other hand, in West Bengal, run by… pic.twitter.com/m9gN0heYUb
— ANI (@ANI) November 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us