‘১৮ নভেম্বর শপথ’ বিহারে মুখ্যমন্ত্রী পদে শপথ তেজস্বী যাদবের! এবার কথা বললেন স্বয়ং বর্তমান উপমুখ্যমন্ত্রী বিজেপির সাম্রাট চৌধুরীর

তেজস্বী যাদবের ‘১৮ নভেম্বর শপথ’ মন্তব্যে পাল্টা তোপ সাম্রাট চৌধুরীর — “বিহারের মানুষই ঠিক করবে মুখ্যমন্ত্রী কে হবেন”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-03 11.51.43 AM

নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদবের সাম্প্রতিক মন্তব্য—যে তিনি আগামী ১৮ নভেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন—নিয়ে বিহারের রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সাম্রাট চৌধুরী বলেন, “মুখ্যমন্ত্রী কে হবেন, তা বিহারের মানুষই ঠিক করবে। লালু প্রসাদ যাদব কংগ্রেসকে চাপে ফেলে তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করাতে বাধ্য করেছেন। কিন্তু জনগণই শেষ কথা বলবে।”

তিনি আরও বলেন, “বিহারের মানুষ এনডিএর সঙ্গে আছে। আমাদের উন্নয়নমূলক কাজ, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং স্থিতিশীল প্রশাসনই জনগণের আস্থা অর্জন করেছে।”