প্রথমবারের উপসর্গের সাথে আর কোনও মিল নেই কোভিডের নতুন ভ্যারিয়েন্টের, এবার নতুন ভাবে ধরা দিচ্ছে মারণ ভাইরাস!

৯০ শতাংশের বেশি রোগীর কোনো পরিবর্তন হচ্ছে না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Coronavirus-Shutterstock-CMS

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাঁচ বছর পর ফের একবার করোনা আতঙ্কে কাঁপছে দেশ। ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ। শুধু ভারত নয়, বিশ্বজুড়েই মাথাচাড়া দিচ্ছে নতুন করে করোনা ভাইরাসের রূপ। তবে এইবারের করোনা সংক্রমণে আগের চেনা উপসর্গগুলো অনেকটাই বদলে গেছে।

কী কী বদলেছে উপসর্গে?

২০২০ সালে যখন প্রথমবার করোনা থাবা বসিয়েছিল, তখন আক্রান্তদের মধ্যে মূলত দেখা গিয়েছিল - স্বাদ হারানো, গন্ধ না পাওয়া। এই উপসর্গগুলি করোনার প্রাথমিক চিহ্ন হিসেবে ধরা হত। কিন্তু এবারের সংক্রমণে এই লক্ষণগুলো প্রায় নেই বললেই চলে।

চিকিৎসকদের মতে, “এইবারের সংক্রমণ গলা বা শ্বাসনালীর উপরে বিশেষ প্রভাব ফেলছে না। ওমিক্রনের সময় যেমন শ্বাসযন্ত্রের উপর আঘাত হানত, এবার তেমনটা হচ্ছে না”।

covid7

সম্প্রতি আমেরিকা ও ইউরোপে হওয়া গবেষণায় দেখা গেছে, ৯০ শতাংশের বেশি রোগীর স্বাদ বা গন্ধে কোনো পরিবর্তন হচ্ছে না। তবে নতুন উপসর্গগুলিতে দেখা যাচ্ছে – জ্বর, মাথাব্যথা, কাশি, ক্লান্তি। 

বিশেষজ্ঞদের মত, উপসর্গ হালকা হলেও ভাইরাসটির রোগ ছড়ানোর ক্ষমতা আগের মতোই আছে। তাই অসতর্ক হলে পরিস্থিতি আবারও ভয়াবহ হতে পারে।