“বিহারকে লুট করেছেন নীতীশ কুমার, এখন ভোটের আগে টাকা বিলাচ্ছেন” — প্রশান্ত কিশোরের তোপ

কাইমুরে জনসুরাজ প্রতিষ্ঠাতার মন্তব্য, “বিহারের কারখানা বিহারেই হোক, গুজরাটে নয়”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-04 10.31.21 PM

নিজস্ব সংবাদদাতা: বিহারের কাইমুর জেলায় এক জনসভায় জন সুরাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেন, “গত পাঁচ বছর ধরে নীতীশ কুমার নিজের কর্মকর্তাদের ব্যবহার করে বিহারকে লুট করেছেন, আর এখন ভোটের আগে মহিলাদের ৫,০০০ থেকে ১০,০০০ টাকা দিচ্ছেন ভোট পাওয়ার জন্য।”

প্রশান্ত কিশোর প্রশ্ন তোলেন, “যদি ভোট মোহনিয়া, রোহতাস ও পাটনা থেকে নেওয়া হয়, তবে কারখানা বিহারে হবে না গুজরাটে?”

তিনি আরও বলেন, বিহারের জনগণকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং রাজ্যের উন্নয়নের দাবিতে একজোট হয়ে দাঁড়াতে হবে। তাঁর বক্তব্যে শিল্পায়ন, কর্মসংস্থান ও স্বচ্ছ প্রশাসনের দাবি উঠে আসে।