/anm-bengali/media/media_files/2025/11/04/india-samik-bhattacharya-mamata-2025-11-04-22-47-32.webp)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়িয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, “এসআইআর (Special Integrated Revision) একটি সাংবিধানিক প্রক্রিয়া, যার মাধ্যমে যাঁরা দেশের বাসিন্দা নন বা যাঁরা মারা গেছেন, তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “সব উদ্বাস্তু হিন্দুরা ভারতে থাকবে এবং সব ভারতীয় মুসলমান ভারতে থাকবে। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা উসকে দিতে চাইছে।”
/anm-bengali/media/post_attachments/98981ad8-586.png)
সমীক ভট্টাচার্য জানান, এসআইআর প্রক্রিয়া দেশের ১২টি রাজ্যে চলছে, কিন্তু কোথাও কোনও অস্থিরতা নেই। “কেবল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ই এটিকে রাজনৈতিক ইস্যু বানাতে চাইছেন,” মন্তব্য করেন তিনি।
বিজেপি সভাপতির দাবি, “এসআইআর হবেই, এটাই বাংলার জনগণের ইচ্ছা। তৃণমূল সরকার যতই বিভাজনের রাজনীতি করুক না কেন, জনগণ সাংবিধানিক প্রক্রিয়ার পক্ষে।”
#WATCH | Kolkata: On West Bengal CM Mamata Banerjee's statement, West Bengal BJP President Samik Bhattacharya says, "...SIR is a constitutional process under which the names of those who are not residents of the country or who have died, will not be in the voter list. All… pic.twitter.com/h2u991e3W9
— ANI (@ANI) November 4, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us