BREAKING: রাহুল গান্ধীর বিরুদ্ধে "গুন্ডাগিরি"-র অভিযোগ ! ক্ষমা চাইতে বললেন বিহারের উপ মুখ্যমন্ত্রী

কি বললেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ?

author-image
Debjit Biswas
New Update
rahul gandhi

নিজস্ব সংবাদদাতা - এবার প্রকাশ্যেই রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বললেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি বলেন,''দেশের বিরোধী দলনেতার এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। রাহুল গান্ধী গুন্ডাগিরি করে, জোর করে এই অনুষ্ঠান করেছেন, এটা লজ্জাজনক। বিহার সরকারের হোস্টেলে রাজনৈতিক বৈঠক করার অনুমতি নেই। যেখানে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি, সেখানেই তিনি জোর করে ঢুকে পড়েছেন। রাহুল গান্ধীর উচিত বিহারবাসীর কাছে ক্ষমা চাওয়া।''

HGJKJLK;.L/.