New Update
/anm-bengali/media/media_files/6pqabXBEbpUwuuwLE8sE.jpg)
নিজস্ব সংবাদদাতা - এবার প্রকাশ্যেই রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বললেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি বলেন,''দেশের বিরোধী দলনেতার এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। রাহুল গান্ধী গুন্ডাগিরি করে, জোর করে এই অনুষ্ঠান করেছেন, এটা লজ্জাজনক। বিহার সরকারের হোস্টেলে রাজনৈতিক বৈঠক করার অনুমতি নেই। যেখানে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি, সেখানেই তিনি জোর করে ঢুকে পড়েছেন। রাহুল গান্ধীর উচিত বিহারবাসীর কাছে ক্ষমা চাওয়া।''
#WATCH | Patna | On Rahul Gandhi's visit to the state, Bihar's Deputy Chief Minister Samrat Choudhary says, "It is very unfortunate that the country's Leader of Opposition is speaking in such a way, has resorted to hooliganism like this... We only go to the hostel for the Bihar… pic.twitter.com/gBgB35N1cB
— ANI (@ANI) May 15, 2025