সীমান্তের ৩০০ কিমি ভিতরে হামলা! অপারেশন সিঁদুরে সন্ত্রাসীরা মরেছে তো? মোদীকে তীব্র কটাক্ষ এই নেতার

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে একাধিক প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা সচিন পাইলট।

author-image
Tamalika Chakraborty
New Update
sachin pilot


নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর একের পর এক বিরোধীদের আক্রমণের মুখে কেন্দ্র সরকার।  কংগ্রেস নেতা সচিন পাইলট রবিবার নতুন করে মোদী সরকারকে নিশানা করলেন। তিনি প্রশ্ন তুলেছেন, কিভাবে সীমান্ত থেকে ৩০০–৪০০ কিলোমিটার ভিতরে বৈসারন উপত্যকা পর্যন্ত সন্ত্রাসবাদীরা অনায়াসে পৌঁছে যেতে পারল, আর নিরাপত্তা বাহিনী কেন কিছু আঁচও করতে পারল না?

Modi

রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলে বলেন, “এত গভীরে জঙ্গিদের অনুপ্রবেশ শুধু নিরাপত্তা নয়, গোয়েন্দা ব্যবস্থারও ভয়ানক ব্যর্থতা। এমন একটি উচ্চ পর্যটন এলাকায় এতবড় হামলা কীভাবে হতে পারে?” পাইলট আরও বলেন, "২২ এপ্রিলের ওই হামলার পিছনে যারা ছিল, তাদের কি শেষমেশ খুঁজে বের করে মারা হয়েছে? নাকি অপারেশন সিঁদুর নামক ‘প্রেসিশন স্ট্রাইক’ শুধুই প্রতীকী ছিল?"
এই প্রশ্নগুলো সামনে এনে তিনি মোদী সরকারের গোপনীয়তা এবং বাস্তব ফলাফলের ওপর প্রশ্নচিহ্ন টেনে দেন।