নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ইতিমধ্যেই চলছে বর্ষার দাপট। আবহাওয়া দফতর আজ মুম্বাইয়ের জন্য সতর্কতা জারি করেছে।
/anm-bengali/media/media_files/MYW7oTdtJKgw7w04ih2e.jpg)
জানা গিয়েছে, মুম্বই শহর ও শহরতলিতে ভারী বৃষ্টির সঙ্গে বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে মুম্বইয়ে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)