/anm-bengali/media/media_files/2025/05/05/5fgbccy3AARcXD0DEqum.png)
নিজস্ব প্রতিনিধি: রেশন পাচারের সময় পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার এক, উদ্ধার ২৫০০ কেজি আটা, পুলিশের অভিযানে চাঞ্চল্য, তদন্তে সাপ্লাই লাইন খোঁজার চেষ্টা চলছে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের চুনখুলিয়া এলাকা থেকে রেশন সামগ্রী পাচারের সময় এক ব্যক্তিকে গাড়ি সহ আটক করল নয়াগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে নয়াগ্রাম থানার পুলিশ অভিযান চালায়। খবর ছিল, একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ রেশনের সামগ্রী পাচার করা হচ্ছে। সেই অনুযায়ী নাকা চেকিং চালিয়ে সন্দেহজনক গাড়িটিকে আটক করা হয়।
/anm-bengali/media/post_attachments/bd5a9749-af0.png)
তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ২৫০০ কেজি রেশনের আটা। ঘটনাস্থল থেকেই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে মূল পাচার চক্র এবং সাপ্লাই লাইনের হদিস খোঁজার চেষ্টা চলছে। ধৃতকে আজ আদালতে তোলা হবে। সরকার যেখানে গরিব ও খেটে খাওয়া মানুষের জন্য বিনামূল্যে রেশন সামগ্রী দিচ্ছে, সেখানে একাংশ অসাধু ব্যবসায়ী এই রেশন সামগ্রী পাচার করে মুনাফা লুটছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ধরনের পাচার রোধে নজরদারি আরও বাড়ানো হবে।
/anm-bengali/media/media_files/2025/05/05/Ufadah1Lvcad4hck5iW7.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us