পাকিস্তানের হাত কি রয়েছে? বিরোধীদের দুশ্চিন্তায় পাল্টা উত্তর শেহজাদের

'রাওয়ালপিন্ডি' জোটের ভাষা বলছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shehzad poonawala.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে বিরোধীদের কুমন্তব্য। আর এবার তাঁর তীব্র প্রতিবাদ জানালেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। এদিন এই প্রসঙ্গে, বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “ইন্ডিয়া জোট 'রাওয়ালপিন্ডি' জোটের ভাষা বলছে। সর্বদলীয় বৈঠকের পর, কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং আরজেডির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে যে কে পাকিস্তানের প্রতি বেশি সহানুভূতিশীল হবে এবং কে সেনাবাহিনীর মনোবলকে বেশি আঘাত করবে। এর অর্থ হল তাদের এখনও কিছু সন্দেহ রয়েছে যে, আদৌ কি এই সন্ত্রাসবাদের পিছনে পাকিস্তানের হাত আছে?”

shehzadpoon2.jpg