অবশেষে মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাবেন ধুলিয়ানে

'কোনও দিন স্পেশাল সুবিধা নিইনি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Mamata

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ চললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই রয়েছে তাঁর মুর্শিদাবাদ সফর। সম্প্রতি মুর্শিদাবাদে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র করে যে উত্তাল হয়ে উঠেছিল পরিস্থিতি, সেই পরিস্থিতিই খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁদের অবস্থার কথা, তাঁদের কি প্রয়োজন সেই সবই জানতে যাচ্ছেন তিনি। এদিন হেলিকপ্টারে ওঠার আগে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি বলেছিলাম মুর্শিদাবাদের পরিস্থিতি একটু সামলে, আমি সেখানে যাবো। মাঝে দিঘায় জগন্নাথ মন্দিরে কাটিয়েছি। তাই সেখান থেকে ফিরে এবার মুর্শিদাবাদ যাচ্ছি”। 

“আমি রেলমন্ত্রী ছিলাম, কিন্তু কোনও দিন স্পেশাল সুবিধা নিইনি। কিন্তু এখন কেন্দ্রে বিজেপি রয়েছে, তাই ওঁদের নেতাদের জন্যে স্পেশাল ব্যবস্থা করা হয়। আমরা ১০০ দিনের টাকা চাইতে দিল্লি যাওয়ার জন্যে ট্রেন চেয়েছিলাম। কিন্তু শেষ মুহুর্তে ট্রেন বাতিল করে দেওয়া হয়। আর এদিকে বিজেপি নেতাদের জন্য ট্রেনের মধ্যে রুম পাঠিয়ে দিয়েছে। কি এলাহি ব্যবস্থা! আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়। আর কি বলবো বলুন, এই ব্যাপারে”। 

মুখ্যমন্ত্রীর কথায়, আজ তিনি যাচ্ছেন মুর্শিদাবাদ। আর আগামীকাল সুতি এবং ধুলিয়ান যাবেন তিনি।

Mamata