/anm-bengali/media/media_files/2025/05/05/pakistan-water-crisis-261561.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সাম্প্রতিক পহেলগাঁও জঙ্গি হামলার জেরে সিন্ধু জলচুক্তি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে ভারত পাকিস্তানে চন্দ্রভাগা নদীর জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিল। জম্মু-কাশ্মীরের রামবন জেলার বাগলিহার বাঁধের গেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে এই পশ্চিমমুখী নদীর জল আর পাকিস্তানে যাচ্ছে না।
শুধু চন্দ্রভাগা নয়, ঝিলম (বিতস্তা) নদীর জল আটকানোর কাজও শুরু হয়েছে। বান্দিপুরা জেলার কিষাণগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ থেকেও জল ছাড়ার প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে। সব মিলিয়ে, ভারত কার্যত পাকিস্তানের দিকে প্রবাহিত নদীগুলির ৯০ শতাংশ জল আটকে দিচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
/anm-bengali/media/media_files/2025/05/05/chandrabhaga-285131.jpg)
পহেলগাঁও হামলার পরেই ভারত সরকার হুঁশিয়ারি দিয়েছিল - “এই গ্রীষ্মে এক ফোঁটাও জল যাবে না পাকিস্তানে”। সেই হুঁশিয়ারি কার্যত বাস্তবে রূপ নিল। গত এক সপ্তাহে কয়েক দফা বৈঠক ও পরীক্ষানিরীক্ষার পর বাগলিহার বাঁধের স্লুইস গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় জলবিদ্যুৎ শক্তি কর্পোরেশন (NHPC) জানিয়েছে, পলি তোলার মাধ্যমে বাঁধে জলধারণ ক্ষমতা আরও বাড়ানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধুই প্রতিরক্ষা নয়, এটি একটি কৌশলগত কূটনৈতিক বার্তা। সিন্ধু জলচুক্তির আওতায় পাকিস্তান চিরকাল ঝিলম, চেনাব ও সিন্ধুর অধিকাংশ জল ব্যবহার করে এসেছে। এবার সেই প্রবাহ আটকে ভারত ‘ওয়াটার স্ট্রাইক’ শুরু করে দিল পাকিস্তানের বিরুদ্ধে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us