/anm-bengali/media/media_files/2025/05/05/LXptqKhr4ly9w1IGyVpZ.png)
নিজস্ব প্রতিনিধি: বিক্ষোভের জেরে ভেস্তে গেল ঘাটাল মাস্টারপ্ল্যান এর বৈঠক। মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করতে প্রশাসনের আধিকারিকরা পোঁছালেও বিক্ষোভের জেরে বৈঠক না করেই ফিরতে হল মাস্টার প্ল্যান রূপায়ণ মনিটারিং কমিটির সদস্যদের। ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণের প্রাথমিক সম্মতিপত্র আদায় করতে গিয়ে ফের বিক্ষোভের মুখে প্রশাসনিক আধিকারিকরা। দেবের উদ্যোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ। এই প্রজেক্ট বাস্তবায়িত করতে গেলে ইঞ্জিনিয়ারদের পরামর্শ মত প্রয়োজন ঘাটাল শহরের ৩ নম্বর ওয়ার্ড থেকে ১২ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে কয়েকশো ফুট জমি। আর এই জমি অধিগ্রহণের জন্য এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। সেই মতো আজ রবিবার ঘাটাল পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছে গিয়েছিলেন জেলা পরিষদের সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন বেরা এবং সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ একাধিক আধিকারিকরা। কিন্তু মিটিং শুরু হতে না হতেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় আধিকারিকদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে হয় সকলকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন তাদের জন্য কি ভাবছে তা পরিষ্কারভাবে জানানো হচ্ছে না। ঘাটাল মাস্টার প্ল্যান তারাও চান, কিন্তু তাদের বাড়ি ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসতে হবে এমন যদি পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তারা এমন মাস্টারপ্ল্যান আশা করছেন না। বৈঠকে জমি দাতাদের নিয়ে বৈঠকে আলোচনা শুরু হতেই উপস্থিত আধিকারিকদের দিকে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন জমিদাতারা। অভিযোগ তার সঠিক উত্তর না মেলায় ক্ষিপ্ত হয়ে ওঠে বৈঠকে উপস্থিত জমিদাতা সহ পৌরবাসীরা। তুমুল বিক্ষোভ গন্ডগোলের জেরে শেষমেশ বৈঠক ছেড়ে চলে যেতে হয় ঘাটাল মাস্টার প্লান মনিটরিং কমিটির সদস্য সহ আধিকারিকদের।
/anm-bengali/media/post_attachments/b2ee2374-341.png)
/anm-bengali/media/media_files/2025/05/05/Ufadah1Lvcad4hck5iW7.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us