New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পাসপোর্ট জালিয়াতি মামলায় নতুন মোড়। এবার ৫০০টি ভারতীয় পাসপোর্ট ইডি-র (ED) নজরে এসেছে। ইডি সূত্রে খবর, এই পাসপোর্টগুলি জাল হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এর জেরে তদন্তে নেমে কলকাতার বিভিন্ন পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট পাসপোর্টগুলির তালিকা।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই সমস্ত পাসপোর্টের ক্ষেত্রে জাল নথি ব্যবহার করে আবেদন করা হয়ে থাকতে পারে। ইডি জানতে চাইছে - এই পাসপোর্টগুলির ক্ষেত্রে কোন কোন নথি জমা পড়েছিল? পুলিশ ভেরিফিকেশন আদৌ হয়েছিল কি না? পুলিশ কি রিপোর্ট জমা দিয়েছিল?
/anm-bengali/media/media_files/2024/12/11/oO9ei8TlDR8ESGih1uTJ.jpg)
তদন্তকারীদের অনুমান, এই জালিয়াতি চক্রের মূল ঘাঁটি কলকাতাতেই, এবং এখান থেকেই পাসপোর্টগুলি তৈরি করা হয়েছিল। পাসপোর্ট তৈরি প্রক্রিয়ায় যুক্ত একাধিক দালাল ও আধিকারিক ইতিমধ্যেই নজরদারির তালিকায় রয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us