Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/RRLFqnECDdn9V55VvwG7.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার জানা গিয়েছে, পুরীতে রথ টানার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ভক্তের। নিহতের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে, শুধু তিনি একাই নন, এদিন রথ টানাকে কেন্দ্র করে তৈরি হওয়া ভিড়ের চাপে আহত হয়েছেন শতাধিক ভক্ত। সূত্রে খবর, অন্তত ৩০০ জনকে পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তাদের মধ্যে ৫০ জন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভগবান বলভদ্রের তালধ্বজা রথ টানার সময়ই ওই ভক্ত প্রাণ হারান। তাঁকেও পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us