অনামিকার মৃত্যুর এক সপ্তাহ পার, এবার গর্জে উঠলো বিশ্ববিদ্যালয়ের অন্দর
মহালয়ার সকালে আপনার পাশে থাকবে কলকাতা মেট্রো
‘বিভ্রান্তকর নেতা’, রাহুল গান্ধীকে চরম অপমান কেন্দ্রীয় মন্ত্রীর
বাংলার জিএসটি নিয়ে এবার অবাক করা কথা বললেন অর্থমন্ত্রী
আশঙ্কায় সত্যি! কেরলের পর এরাজ্যেও মিললো অ্যামিবা আক্রান্তের খোঁজ, সংখ্যা ২০
ক্ষতিগ্রস্ত গ্রামীণ পরিবারগুলির পাশে লোকসভার স্পিকার ওম বিরলা
জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী রোবো শংকর আর নেই
‘নির্বাচন কমিশন নিজেকে অপমান করছে’, দাবি কংগ্রেসের
গগনযান মিশন নিয়ে বড় ঘোষণা ISRO প্রধান ভি. নারায়ণনের — “২০২৭ সালের প্রথম প্রান্তিকে মহাকাশে যাবে ভারতীয় গগনযাত্রী”

বন্ধুদের ডাকাডাকিতেও খুলল না দরজা! IIT খড়গপুরে ১৫ দিনের মধ্যে দুই জনের রহস্য়জনক মৃত্যু

IIT খড়গপুরে ১৫ দিনের মধ্যে দুই ছাত্রের রহস্য়জনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body .jpg


নিজস্ব সংবাদদাতা: খড়গপুর আইআইটি-তে ফের এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যু। হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃত পড়ুয়ার নাম মহম্মদ আসিফ কামার, তিনি বিহারের বাসিন্দা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সহপাঠীরা তাঁর ঘর থেকে কোনও সাড়া না পেয়ে হস্টেল কর্তৃপক্ষকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করে।

মাত্র ১৫ দিন আগেই, একই প্রতিষ্ঠানের জগদীশচন্দ্র বোস হস্টেল থেকে অনিকেত ওয়ালকর নামে এক চতুর্থ বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তিনি মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা এবং সমুদ্রবিদ্যা ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন।

dead body .jpg

এছাড়া, গত বছর আরও এক ছাত্র, অসমের তিনসুকিয়ার বাসিন্দা ফৈজান আহমেদের মৃত্যু ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে আত্মহত্যা বলা হলেও, দ্বিতীয় অটোপসিতে গুলির চিহ্ন ও গলায় কোপের ক্ষত মেলে। এরপর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে CBI তদন্তের দাবি জানান। পরিবারের তরফেও CID তদন্ত বা SIT গঠনের আর্জি নিয়ে হাইকোর্টে যাওয়া হয়। আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় এবং রুজু হয় খুনের মামলা।

একাধিক রহস্যমৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে খড়গপুর আইআইটি-র হস্টেল নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থাকে ঘিরে।