পহেলগাঁওয়ে হামলার নেপথ্যে টাট্টু চালকরা! NIA-এর জিজ্ঞাসাবাদে সামনে কী তথ্য উঠে এল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে দুই হাজার টাট্টু চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
pony drivers 2

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কারা ওভার গ্রাউন্ড কর্মী হিসেবে কাজ করেছে, সেই বিষয়ে জোর তল্লাশি শুরু করেছে NIA। তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঠিক ১৫ দিন আগে বৈসরন উপত্যকায় দুটি নতুন দোকান খোলা হয়েছিল। কিন্তু হামলার দিন বন্ধ ছিল দোকান দুটো। ওই দুই দোকানের দোকানিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা। পাশাপাশি পহেলগাঁওয়ে প্রায় দুই হাজার টাট্টু চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের বয়ানে অসঙ্গতি দেখতে পাওয়া গিয়েছে।

pony drivers

প্রসঙ্গত, গত চারদিন ধরে কাশ্মীরে রয়েছেন NIA-এর ডিজি সদানন্দ দাতে।  কাশ্মীর জুড়ে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। বিভিন্ন LOC পয়েন্টে বাড়ানো হয়েছে সেনা। ডাল লেকের সামনে সেনার টহল চলছে। শ্রীনগরের প্রতিটি মোড়ে সেনার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।  NIA-এর ধারণা, এখনও পর্যন্ত পহেলগাঁওয়ে হামলার জঙ্গিরা কাশ্মীর ছেড়ে যায়নি। তারা আত্মগোপন করে রয়েছে। এই পরিস্থিতিতে জঙ্গিদের কারা রসদ যোগাচ্ছে, সেই বিষয়েও NIA তদন্ত শুরু করেছে।