ধর্মীয় অনুভূতি নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে! বাংলার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল ওড়িশা সরকার

বিজেপি নেতা প্রসন্ন আচার্য বলেছেন, বাংলা অকারণে ধর্মীয় অনুভূতি নিয়ে বিতর্কের সৃষ্টি করছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
bjd leader jagannath

নিজস্ব সংবাদদাতা: ‘ধাম’ শব্দ ব্যবহার ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এবার সরকারি স্তরেই সেই বিতর্কে জড়িয়ে পড়ল বাংলার পড়শি রাজ্য ওড়িশা। পশ্চিমবঙ্গের দিঘায় নবনির্মিত মন্দিরের নাম রাখা হয়েছে ‘জগন্নাথধাম দিঘা’, যা নিয়ে আপত্তি তুলেছেন ওড়িশার একাংশ বিশিষ্ট নাগরিক।

তাঁদের দাবি, দেশের ধর্মীয় ঐতিহ্যে স্বীকৃত চারটি মূল ‘ধাম’ রয়েছে—বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, দিঘার মন্দিরকে কেন ‘ধাম’ বলা হচ্ছে? এই ইস্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিশিষ্ট নাগরিকরা।

jagannath

এছাড়াও আরও এক গুরুতর অভিযোগ সামনে এসেছে—পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের নবকলেবরের সময়ে অতিরিক্ত যে নিমকাঠ রাখা হয়েছিল, তা নাকি ব্যবহার করা হয়েছে দিঘার মন্দিরের ত্রিমূর্তি তৈরিতে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (SJTA)-কে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার।

এই প্রসঙ্গে বিজেডি সহ-সভাপতি প্রসন্ন আচার্য বলেছেন, "এই ইস্যুতে কোনও রাজনীতি করা উচিত নয়, এটি একটি ধর্মীয় বিষয়, ভগবান জগন্নাথের কোটি কোটি ভক্তের অনুভূতির সাথে সম্পর্কিত। আদি শঙ্করাচার্য যেখানে কেবল চারটি ধাম প্রতিষ্ঠা করেছিলেন সেখানে পঞ্চম ধাম কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে। এটি প্রায় অসম্ভব। এটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা তৈরি একটি অপ্রয়োজনীয় বিতর্ক।"