টেক্সাসে গড়ে উঠল মাস্কের স্বপ্নের শহর ‘স্টারবেস’

এলন মাস্কের স্পেসএক্স-এর ঘাঁটি ‘স্টারবেস’ এবার টেক্সাসে সরকারি স্বীকৃতি পেল শহর হিসেবে। ভোটে জয়, প্রথম মেয়রও নির্বাচিত।

author-image
Debapriya Sarkar
New Update
Starbase

নিজস্ব সংবাদদাতা : এলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স-এর হেডকোয়ার্টার, যেটি এতদিন ‘স্টারবেস’ নামে পরিচিত ছিল, এবার আনুষ্ঠানিকভাবে রূপ নিল এক নতুন শহরে। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণপ্রান্তের বোকা চিকা এলাকায় অবস্থিত এই অঞ্চলকে এখন থেকে ‘Starbase City’ নামে পরিচিত হবে।

elon musk.jpg

শনিবার অনুষ্ঠিত এক নির্বাচনে ভোটারদের বড় অংশ নতুন করে এই অঞ্চলকে শহর হিসেবে গঠনের পক্ষে মত দেন। ক্যামেরন কাউন্টির দেওয়া তথ্য অনুযায়ী, ২৮৩ জন ভোটারের মধ্যে ২১২ জন পক্ষে এবং মাত্র ৬ জন বিপক্ষে ভোট দেন। জানা যাচ্ছে, অধিকাংশ ভোটারই স্পেসএক্স কর্মী।

জানা গিয়েছে, নতুন এই শহর স্টারবেস হবে প্রায় ১.৬ বর্গমাইল আয়তনের। শহরের প্রশাসনে থাকবেন একজন মেয়র এবং দুইজন কমিশনার। তাঁরা পরিকল্পনা, কর ব্যবস্থা, এবং স্থানীয় প্রশাসনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবেন। শহরের প্রথম মেয়র হয়েছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট ববি পেডেন, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

যদিও এই উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছেন, কিন্তু স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন যে, স্পেসএক্সের কার্যকলাপে পরিবেশের ক্ষতি হচ্ছে। রকেট উৎক্ষেপণের সময় দূষণ, আলো ও শব্দের প্রভাব এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে।

space x

উল্লেখ্য, স্টারবেস এখন টেক্সাস আইনের অধীনে Type C সিটি হিসাবে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে স্থানীয় সরকার ১.৫% পর্যন্ত সম্পত্তি কর আরোপ করতে পারবে। রাজ্য আইনসভায় একটি বিল পাশ হলে, এই শহরের প্রশাসন বোকার চিকা বিচ ও স্টেট পার্কের রাস্তা বন্ধ করারও ক্ষমতা পেতে পারে, বিশেষ করে রকেট উৎক্ষেপণের সময়।