নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ওয়াকফ সংক্রান্ত হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের পরিবার সল্টলেকের একটি বাড়িতে আশ্রয় নেওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, ওই পরিবারের উপর চড়াও হয় পুলিশ, ভেঙে ফেলা হয় বাড়ির দরজা। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বিজেপি নেতৃত্ব।
ঘটনাস্থল, সল্টলেকের BG ব্লকের এক বাড়ি। সেখানেই গতকাল থেকে আশ্রয় নিয়েছে মুর্শিদাবাদে নিহতদের পরিবারের সাত সদস্য, যার মধ্যে রয়েছেন দুই নাবালকও। অভিযোগ, এক আত্মীয়ের করা অপহরণের অভিযোগের ভিত্তিতে সামশেরগঞ্জ থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। বিধাননগর পুলিশের সহায়তায় তদন্তে নামে তারা।
/anm-bengali/media/media_files/2025/04/28/8u3IilkiHS3W1ASSQaqY.jpeg)
ঘটনার সময় বিজেপি নেতাদের সঙ্গে পুলিশের বচসা বাধে। বিজেপির দাবি, এভাবে আশ্রয় নেওয়া নিরীহ পরিবারকে হেনস্তা করা অমানবিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। অপরদিকে, পুলিশ জানিয়েছে, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতেই তারা তদন্তে এসেছিল এবং সাতজনের বয়ান রেকর্ড করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us