/anm-bengali/media/media_files/2025/05/04/RyYY7HVGIwESUyUMwyzj.jpg)
নিজস্ব সংবাদদাতা: চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন, কিন্তু সেখানে এল বিপর্যয়। ঝাড়খণ্ডের জামশেদপুরের এজিএম হাসপাতালের ছাদ ধসে মৃত্যু হল তিনজনের। শনিবার রাতে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত ১২ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তবে আশঙ্কা, আরও কিছু মানুষ আটকে থাকতে পারেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় মোট ১৫ জন ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। পূর্ব সিংভূমের এসএসপি জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে এবং বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই হাসপাতালের একাংশ অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। সেই বিষয়টি বহুবার জানানোর পরেও কোনও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। অভিযোগ, সেই অবহেলিত অংশের ছাদই হঠাৎ ভেঙে পড়ে এই বিপর্যয় ডেকে আনে।
/anm-bengali/media/media_files/2025/05/04/ZyEPV3HwfQBKLX5zkgpN.jpg)
রাতভর দমকল ও পুলিশ বাহিনী উদ্ধারকাজ চালায়। এখনও উদ্ধারকাজ চলছে। গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির দিকেও প্রশ্ন উঠছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us