/anm-bengali/media/media_files/ngVpeJvxgonYbV1BMuUw.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিনে বজ্রাঘাতে মৃত্যুর খবর এসেছে বহু জায়গা থেকেই। সম্প্রতি বাজ পড়ে মালদায় প্রাণ হারিয়েছে ১১ জন। তবে এবার বজ্রাঘাতের জেরে সমস্যায় পড়ল ছ-ছ’টি যাত্রীবাহী বিমান।
গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরের গত ২২ মে-র একটি ভিডিও আজ প্রকাশ্যে এসেছে। আসলে গোয়া বিমানবন্দর থেকেই সেই ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বজ্রপাতের জেরে গত ২২ মে বিকাল ৫টা ১৫ মিনিট নাগাদ রানওয়ের এজ লাইট সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়। এজ লাইটের ওপরই বজ্রপাত হওয়ায় তা কাজ করা বন্ধ করে দেয়। ফলে ছয়টি ফ্লাইটকে মাঝ আকাশ থেকেই ডাইভার্ট করে অন্য বিমানবন্দরের দিকে পাঠিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টার মধ্যে বিমানবন্দরের এজ লাইটগুলি সারাইয়ের কাজ সম্পন্ন করে ফের বিমানবন্দরের বিমান ওঠা-নামা স্বাভাবিক করা হয়।
#WATCH | Visuals of lightning struck the Manohar International Airport (MIA) in Goa causing damage to the runway edge lights on May 22 at around 5.15 pm. Six flights were diverted. Damaged lights were rectified to bring the airport operations to normalcy within two hours.… pic.twitter.com/6gbwft9CGY
— ANI (@ANI) May 30, 2024