New Update
/anm-bengali/media/media_files/2025/03/31/QgMigfuEwvRMuCYeXVmB.webp)
নিজস্ব সংবাদদাতা : আজ ভারতে লঞ্চ করছে নতুন আইফোন ১৭ সিরিজ। আর জনগণের মধ্যে,আইফোনের এই নতুন সিরিজের উন্মাদনা আজ প্রথম দিন থেকেই যথেষ্ট চোখে পড়ার মতো ছিল। এই নতুন সিরিজের আইফোন কেনার জন্য আজ সকাল থেকেই মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (BKC)-এর অ্যাপল স্টোরের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। এই নতুন মডেলের ফোন হাতে পাওয়ার জন্য ভোর থেকেই দোকানের সামনে ভিড় জমিয়েছেন ক্রেতারা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/09/WnLARC7igdTad7qVIbq9.jpg)
আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের মতো মোবাইল সেট রয়েছে অ্যাপলের এই নতুন সিরিজে। ভারতের প্রথম অ্যাপল স্টোর হিসেবে মুম্বাইয়ের এই স্টোরটিতে আজ ক্রেতাদের উন্মাদনা ছিল যথেষ্ট চোখে পড়ার মতো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us