আজ ভারতে লঞ্চ হচ্ছে আইফোন ১৭ ! মুম্বাইয়ের অ্যাপল স্টোরের সামনে দেখা গেল দীর্ঘ লাইন

অ্যাপলের নতুন সিরিজকে কেন্দ্র করে চরম উন্মাদনার ছবি দেখা গেল ক্রেতাদের মধ্যে।

author-image
Debjit Biswas
New Update
applelogo

নিজস্ব সংবাদদাতা : আজ ভারতে লঞ্চ করছে নতুন আইফোন ১৭ সিরিজ। আর জনগণের মধ্যে,আইফোনের এই নতুন সিরিজের উন্মাদনা আজ প্রথম দিন থেকেই যথেষ্ট চোখে পড়ার মতো ছিল। এই নতুন সিরিজের আইফোন কেনার জন্য আজ সকাল থেকেই মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (BKC)-এর অ্যাপল স্টোরের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। এই নতুন মডেলের ফোন হাতে পাওয়ার জন্য ভোর থেকেই দোকানের সামনে ভিড় জমিয়েছেন ক্রেতারা। 

Queue_Petrol_Pulchok_04

 আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের মতো মোবাইল সেট রয়েছে অ্যাপলের এই নতুন সিরিজে। ভারতের প্রথম অ্যাপল স্টোর হিসেবে মুম্বাইয়ের এই স্টোরটিতে আজ ক্রেতাদের উন্মাদনা ছিল যথেষ্ট চোখে পড়ার মতো।