New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ পাটনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচনের সময় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে, একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বিশ্ববিদ্যালয়ে এক রাউন্ড গুলি চলার ঘটনাও ঘটে যায়।
এবিষয়ে পাটনার কোতোয়ালি থানার ইনচার্জ রাজন কুমার জানান, "বিকেল ৪টার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুলি চালানোর বিষয়টি আমাদের নজরে এসেছে, এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।"
#WATCH | Patna, Bihar | Kotwali Police Station Incharge Rajan Kumar says, "A clash happened between two groups in Patna University regarding students' election. One round of firing was also observed during the incident...The investigation is underway. This incident happened… pic.twitter.com/wURFm1wE0W
— ANI (@ANI) March 25, 2025