সরানো হচ্ছে গর্ভবতী মহিলাদের, ধেয়ে আসছে 'বিপর্যয়'

ভারতের আবহাওয়া অধিদফতর (IMD) জানিয়েছে, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' বৃহস্পতিবার সন্ধ্যায় ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ 'অতি প্রবল ঘূর্ণিঝড়' হিসেবে জাখাউ বন্দরের কাছে আঘাত হানতে পারে।

author-image
SWETA MITRA
New Update
cyclone.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সাইক্লোন বিপর্যয়’কে (Cyclone Biparjoy) ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এরই মাঝে এই প্রসঙ্গে মন্তব্য করলেন এনডিআরএফ-এর ডিজি অতুল কারওয়াল। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, 'এনডিআরএফ (NDRF)-এর ১৮টি দল এবং এসডিআরএফের ১২টি দল গুজরাটজুড়ে মোতায়েন করা হয়েছে। অন্যান্য বিস্তারিত প্রস্তুতিও নেওয়া হয়েছে। গর্ভবতী মহিলাদের চিহ্নিত করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমাতে রাজ্যজুড়ে আরও ১৫টি জায়গায় রিজার্ভ এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে।' অন্যদিকে এনডিআরএফ-এর আইজি এন এস বুন্দেলা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, 'ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD) সর্বক্ষণ আমাদের সাথে তথ্য ভাগ করে নিচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখনও অবধি ৯৪ হাজার মানুষকে সরিয়ে নিয়েছি। এই সাইক্লোনের ফলে ক্ষতিগ্রস্ত হবে দুর্বল ভবন, পিলার, গাছপালা। আমরা এখনই ক্ষয়ক্ষতির হিসাব করতে পারছি না। এয়ারলিফটের জন্য আমরা বিভিন্ন স্থানে ১৫টি দল রেখেছি।'