/anm-bengali/media/media_files/b8h58RvowziGhfKpftUh.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: কিছু মাস আগেই মানহানি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুপ্রিম কোর্ট তাঁর ওপর আনা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। কিন্তু তারপরও রাহুল গান্ধীকে তাঁর লোকসভার সদস্যপদ ফেরত দেওয়ার বিষয়ে নিম্ন আদালতে ফের একটি মামলা করা হয়েছিল। একজন আইনজীবী পিআইএল দায়ের করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ পুনরুদ্ধারকে চ্যালেঞ্জ করে। তবে তাঁর এই পিআইএল খারিজ করে দেওয়া হয় কোর্টে। উলটে এর বদলে ১ লক্ষ টাকার জরিমানা করা হয় সেই আইনজীবীকে।
আজ সেই জরিমানা থেকে নিস্তার পেলেন ওই আইনজীবী। সুপ্রিম কোর্ট ওই আবেদন খারিজ করে দিয়েছে। মোদি উপাধি নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। নিম্ন আদালতের সেই রায়ই খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত।
Supreme Court dismisses a plea with imposing a cost of Rs 1 lakh on a lawyer for filing a PIL challenging the restoration of Congress Leader Rahul Gandhi's Lok Sabha Membership, who was disqualified after court sentenced him to two years’ imprisonment in criminal defamation case… pic.twitter.com/FTPdojNdy1
— ANI (@ANI) October 20, 2023