সময়ের আগেই মুখে বয়সের ছাপ? অজান্তেই বয়স বাড়িয়ে দিচ্ছে এই খাবার

কালের নিয়মে বয়স তো বাড়বেই। তাকে ধরে রাখার সাধ্য মানুষের বা প্রাণীদের কারুরই নেই। কিন্তু বয়সের ছাপ মুখে বা চুলে পড়ুক, তা চায় না কেউ।

New Update
ageing

নিজস্ব সংবাদদাতা: পরিবর্তিত জলবায়ু, অতিরিক্ত দূষণ, খাওয়াদাওয়ায় অনিয়ম ত্বকের উপর ব্যাপক প্রভাব ফেলে এটা কি জানেন? এই সব কারণে না চাইতেই চেহারায় দেখা দিচ্ছে বার্ধক্যের ছাপ। এমন কিছু খাবার আছে যা আপনার বয়স না চাইতেই বাড়িয়ে দিচ্ছে। রান্নায় বেশি করে ঝাল ও মশলা না দিলে চলে না? মশলাদার খাবার কিন্তু রক্তনালিগুলিকে ফুলিয়ে দিতে পারে যার কারণে রক্তনালিগুলি ছিঁড়েও যায়। ত্বকে বেগনি রঙের ছোপ দেখা দিতে শুরু করে।