চন্দননগরে ‘সুস্থ চন্দননগর’ কর্মসূচির সূচনা, স্বাস্থ্য সচেতনতায় নতুন দিগন্ত

নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড এক নতুন উদ্যোগ নিল।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp-Image-2025-08-17-at-11.54.15-AM-scaled

নিজস্ব সংবাদদাতাঃ আধুনিক চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কলকাতাভিত্তিক কিডনি কেয়ার সংস্থা নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড এক নতুন উদ্যোগ নিল। শনিবার মানকুণ্ডুর সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বিশেষ স্বাস্থ্য অভিযান— “সুস্থ চন্দননগর”।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার প্রসার। উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস সংক্রান্ত পরামর্শ এবং সাধারণ রোগ প্রতিরোধ নিয়ে আলোচনা রাখা হয়েছে।

কর্মসূচির অন্তর্ভুক্ত পরিষেবাসমূহ:

১) বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা: রক্তচাপ, রক্তে শর্করা, ওজন, বিএমআই ও অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা।

২) স্বাস্থ্য সেমিনার: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ প্রতিরোধে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ।

৩) খাদ্যাভ্যাস পরামর্শ: সার্টিফায়েড ডায়েটিশিয়ানের দিকনির্দেশ।

৪) পুষ্টিকর খাবার বিতরণ: স্বাস্থ্যকর নাশতা ও পানীয় পরিবেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী এবং একাধিক বিশিষ্ট চিকিৎসক। কর্মসূচির প্রধান পরামর্শদাতা হিসেবে ছিলেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ড. প্রতীম সেনগুপ্ত।

ড. সেনগুপ্ত বলেন, “আধুনিক চিকিৎসাব্যবস্থা শুধু একটি অঙ্গের সমস্যা সমাধানেই সীমাবদ্ধ নয়, বরং সার্বিক শারীরিক ও মানসিক সুস্থতার ওপর গুরুত্ব দেয়। আমাদের প্রতিষ্ঠান সেই নীতিকেই অনুসরণ করছে।”

‘মুক্তি’ কর্মসূচির সূচনা:

এই অনুষ্ঠানে ‘মুক্তি’ নামে আরেকটি প্রকল্পও চালু হয়, যা রোগীর সার্বিক শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে গড়ে তোলা হয়েছে।

চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী আশ্বাস দিয়েছেন, শহরের প্রতিটি নাগরিকের কাছে এই কর্মসূচি পৌঁছে দিতে পুরসভা সক্রিয়ভাবে সহযোগিতা করবে।

আয়োজকদের দাবি, “সুস্থ চন্দননগর” শুধু একটি স্বাস্থ্য অভিযান নয়, বরং এটি একটি আন্দোলন, যার মাধ্যমে চন্দননগরকে জনস্বাস্থ্য সচেতনতার আদর্শ শহর হিসেবে গড়ে তোলা হবে। এর পাশাপাশি, একটি বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।