নয়া দিল্লিতে উদ্বোধন হলো ‘ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ (ESTIC) ২০২৫’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে চালু ১ লক্ষ কোটি টাকার গবেষণা ও উদ্ভাবন তহবিল, লক্ষ্য—দেশে বেসরকারি গবেষণার পরিবেশ গড়ে তোলা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-03 10.38.11 AM

নিজস্ব সংবাদদাতা: সোমবার রাজধানীর ভারত মণ্ডপম প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ (ESTIC) ২০২৫-এর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চালু করেন ১ লক্ষ কোটি টাকার রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন (RDI) স্কিম ফান্ড, যার মূল লক্ষ্য দেশের গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের ক্ষেত্রে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা।

Screenshot 2025-11-03 10.36.55 AM

প্রধানমন্ত্রী বলেন, “ভারত এখন জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের যুগে প্রবেশ করেছে। এই তহবিল তরুণ গবেষক ও উদ্ভাবকদের নতুন স্বপ্ন পূরণের মঞ্চ করে তুলবে।” এই প্রকল্পের আওতায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিল্পখাত এবং গবেষণা সংস্থাগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তারা বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়।