New Update
/anm-bengali/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-12-pm-2025-07-26-12-18-03.png)
নিজস্ব প্রতিনিধি: ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট এক্ট না মানায় নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার পক্ষ থেকে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার বিভিন্ন ব্লকে থাকা ২২ টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ তথা বন্ধের নোটিশ জারি করলেন নন্দীগ্রাম CMOH সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মধ্যে বৈধ ডায়াগনস্টিক সেন্টার-এর সংখ্যা ১৩৬ টি এবং নার্সিংহোম এর সংখ্যা ৪৮ টি।
/anm-bengali/media/post_attachments/fece554e-013.png)
তবে অবৈধ ২২ টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশ দেওয়া হলো, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার CMOH এর পক্ষ থেকে। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মধ্যে মোট ১১ টি ব্লক ও একটি পৌরসভা পড়ে, তাই সমগ্র স্বাস্থ্য জেলা পরিপূর্ণভাবে সমীক্ষা বা নজরদারির আওতায় আসেনি এখনো পর্যন্ত, পরবর্তীকালে এই লিস্ট আরো বড় হতে পারে বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us