/anm-bengali/media/media_files/SBiHHCsLigDUji0CxUuw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রচণ্ড দুর্যোগ (Thunderstorm) শুরু হয়েছে। আবহাওয়া দফতরের (IMD) পক্ষ থেকে আগেই এই দুর্যোগের ব্যাপারে আভাস (Weather Update) দেওয়া হয়েছিল। সেই মতো এদিন সন্ধ্যা থেকেই ঝড় উঠেছে, প্রচণ্ড বৃষ্টি সেই সঙ্গে। অনেকেই বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করেন। এটা এখন করবেন না। গ্রামের দিকে হোক কিংবা শহরে, ঝড়ের সময়ে বাইরে না থাকায় বুদ্ধিমানের কাজ। গতি থাকুক ঝড়ে, বাড়ি ফিরুন সাবধানে।