Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/g4CGpHJlGVEsRPL1T1VH.png)
নিজস্ব সংবাদদাতাঃ অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) সভার আগে ফের বিতর্কে রাজ্যের শাসক দল (TMC)। প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জানা গিয়েছে, খড়গপুর (Kharagpur) পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। আগে তিনি নির্দল ছিলেন। সেই কাউন্সিলর ও তার ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন খড়গপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদি তৃণমূলের প্রেসিডেন্ট জাভাদ আলি খান। তার অভিযোগ, যেহেতু নির্বাচনে আমি দলীয় প্রতীক অর্থাৎ তৃণমূল প্রার্থীর হয়ে খড়গপুর পুরসভা নির্বাচনে কাজ করেছিলাম তাই এরপর থেকে আমার উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর ও তার ভাই।"