New Update
/anm-bengali/media/media_files/2025/05/30/17ghY1gVVNnqVvpEasUQ.jpg)
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন সফরকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2024/10/26/LQUsHZYDnffniDxjnST2.jpg)
স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে গোটা এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, নজরদারি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলির সমন্বয়ে গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে। অমিত শাহের সফরকে কেন্দ্র করে কোনও রকম নিরাপত্তা ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
#WATCH | Jammu & Kashmir | Security heightened in Poonch ahead of Union Home Minister Amit Shah's visit. pic.twitter.com/vpcufG7cRq
— ANI (@ANI) May 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us