বাংলার মডেলেই কি হবে রাজধানীর দুর্গাপুজো? কি ভাবছেন মুখ্যমন্ত্রী?

দুর্গাপুজোকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rekha guptaa

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ শানাচ্ছে তৃণমূল। পাল্টা, বাঙালি আবেগকে কেন্দ্র করে দুর্গাপুজোকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির। এই আবহেই দিল্লিতে দুর্গাপুজো উপলক্ষে একাধিক বিশেষ ঘোষণা করল বিজেপি সরকার।

সোমবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, দিল্লির সমস্ত দুর্গাপুজো কমিটি এবার ১২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবে। বিদ্যুতের মিটার পেতে দিতে হবে মাত্র ২৫ শতাংশ সিকিউরিটি ডিপোজিট। অনুমোদনের জন্যও থাকবে সিঙ্গল উইন্ডো ব্যবস্থা। পাশাপাশি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জল, স্বাস্থ্য, ট্র্যাফিক ও অগ্নি নিরাপত্তার বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করা হবে।

Durga puja

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। এ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান বাড়িয়ে করেছেন ১ লক্ষ ১০ হাজার টাকা এবং বিদ্যুতের বিলে ঘোষণা করেছেন ৮০ শতাংশ ছাড়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি যখন দেশজুড়ে দুর্গাপুজো আয়োজনে সহায়তার জন্য বিশেষ কমিটি গড়ে ২৭ জন বঙ্গ বিজেপি নেতা-বিধায়ক-সাংসদকে বিভিন্ন রাজ্যে পাঠানোর পরিকল্পনা নিয়েছে, তখন দিল্লি সরকারের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

তৃণমূল এবং বিজেপিদুই দলই দুর্গাপুজোকে ঘিরে বাঙালি আবেগের রাজনীতিতে বাড়তি জোর দিচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।