New Update
/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের এক বড় সাফল্য অর্জন করলো পাঞ্জাব পুলিশ। আজ একটি হেরোইন পাচার চক্রের পর্দাফাঁস করে কুখ্যাত মাদক পাচারকারী সোনি সিং ওরফে সনিকে তার চার সহযোগীসহ গ্রেপ্তার করলো অমৃতসরের পুলিশ কমিশনারেট। তাদের কাছ থেকে ৮.১ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।
এই বিষয়ে পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) গৌরব যাদব জানিয়েছেন, ''সোনি সিংয়ের চার সহযোগী হল গুরসেবক সিং, বিশালদীপ সিং ওরফে গোলা, গুরপ্রীত সিং এবং অর্শদীপ সিং। এদের সবার বাড়ি অমৃতসরের আজনালাতে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/G7gbgjX9bb2D1U3fy9fa.jpg)
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি পাকিস্তান থেকে পরিচালিত হত এবং এই মাদক সরবরাহ করার জন্য ড্রোন ব্যবহার করা হত। মূলত পাঞ্জাব সীমান্ত দিয়ে ড্রোনের সাহায্যে এই হেরোইন ভারতে প্রবেশ করানো হত। এরপর পাচারকারীরা সেই মাদক বিভিন্ন হোটেলে লুকিয়ে রাখত এবং সেখান থেকে তা পাচার করত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us