মাঝ রাতেই ভেঙে গেল সরকার,পদত্যাগ করলেন প্ৰধানমন্ত্ৰী ! দেখুন বড় খবর

কেন পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : নতুন করে এক রাজনৈতিক সঙ্কটের সম্মুখীন হল ফ্রান্স। ফরাসি পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হলেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রোর। আজ সোমবার অনুষ্ঠিত এই ভোটে তিনি তার পদ হারালেন। তাঁর পতনের পর দেশটি ফের একবার সরকারহীন হয়ে পড়লো। 

প্রধানমন্ত্রী বায়রোর, তার প্রস্তাবিত ৪৪ বিলিয়ন ইউরোর (প্রায় ৫১ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় সংকোচনের পরিকল্পনা পাস করানোর জন্য এই অনাস্থা ভোট ডেকেছিলেন। তার এই পরিকল্পনায় দুটি সরকারি ছুটি বাতিল করা এবং সরকারি ব্যয় বন্ধ করার প্রস্তাব ছিল। এরফলেই ফ্রান্সের জনগণের মধ্যে এক তীব্র অসন্তোষ দেখা যায়। 

Macron

আজকের ভোটে মোট ৩৬৪ জন সাংসদ বায়রোর বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং ১৯৪ জন তার পক্ষে ভোট দেন। মাত্র নয় মাস আগে তিনি ক্ষমতায় এসেছিলেন। তার পূর্বসূরি মিশেল বার্নিয়ারও গত ডিসেম্বরে অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। বায়রোর বিদায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জন্য এক নতুন সমস্যা তৈরি করেছে।