ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, এবার হবে দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা

১৫ সেপ্টেম্বর এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই মেট্রোর তিনটি নতুন রুটের উদ্বোধনে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের রাজ্যে পা রাখতে চলেছেন তিনি। তবে এবার সেনার সর্বোচ্চস্তরের বৈঠকে যোগ দিতে। আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হবে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। ১৫ সেপ্টেম্বর এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান-সহ সেনার শীর্ষকর্তারা।

সেনার ভবিষ্যৎ কৌশল, সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা, এবং নতুন স্ট্র্যাটেজি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি, সেনার বিভিন্ন সংস্কার, আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামের ব্যবহার ও আত্মনির্ভর ভারতের প্রেক্ষিতে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অগ্রগতি নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Modi

গত এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি, মায়ানমারের অশান্তি এবং চিন সীমান্তের টানাপোড়েনের আবহে ফোর্ট উইলিয়ামে এই বৈঠককে কেন্দ্রীয় গুরুত্ব দিচ্ছে সরকার। সেনা সূত্রের খবর, সীমান্তে আগ্রাসন রুখে দেশকে সুরক্ষিত রাখার কৌশল নিয়েও হবে বিশেষ আলোচনা।

অপারেশন সিঁদুরের পর পাকিস্তানি সেনার অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছিল ভারতীয় সেনা। এবার ফোর্ট উইলিয়ামের এই বৈঠকে প্রধানমন্ত্রী সেনার উদ্দেশে কী বার্তা দেন, তা নিয়েই নজর রাজনৈতিক ও প্রতিরক্ষা মহলের।