ভারত-পাক সীমান্তে শহিদ হলেন ২ সেনা জওয়ান ! কি জানালো ভারতীয় সেনা ?

কি ঘটলো ভারত-পাকিস্তান সীমান্তে ?

author-image
Debjit Biswas
New Update
INDIA PAKISTAN

নিজস্ব সংবাদদাতা : ভারত-পাক সীমান্তে কর্তব্যরত অবস্থায় এবার শহীদ হলেন দুই ভারতীয় সেনা জওয়ান। এই শহিদ দুই জওয়ান হলেন সুবেদার পরভাত গৌর এবং ল্যান্স নায়েক নরেন্দ্র সিন্ধু। ভারতীয় সেনা তাদের আত্মত্যাগের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।

Indian army

এই বিষয়ে ভারতীয় সেনার চিনার কর্পস (Chinar Corps) এক বিবৃতিতে জানিয়েছে,''দেশের জন্য কর্তব্য পালন করতে গিয়ে দুই জওয়ান আজ নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ভারতীয় সেনা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করছে।''